দ্বিতীয় বারের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। গত ২১ মে/২৪ তারিখে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পরে তিনি হজ¦ব্রত পালনের জন্য সৌদি আরব গমন করার কারণে তার শপথ গ্রহণ বিলম্বিত হয়। হজ¦ পালন শেষে তিনি দেশে ফিরলে রোববার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির। এ সময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক রায়হান পারভেজ, রাজশাহীস্থ্য পোরশা বন্ধন সোসাইটির সভাপতি মনজুরুল আহসান সহ কর্মকর্তা এবং পোরশা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী দ্বিতীয়বার নির্বাচিত করায় তার উপজেলার সর্বস্তরের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার আগামী মেয়াদে নওগাঁ১ আসনের সংসদ সদস্য খাদ্য মন্ত্রী সাধনচন্দ্র মজুমদার দিকনির্দেশনায় বিগত সময় যে কাজগুলি করেছেন তার চেয়ে বেশি উন্নয়নমূলক কাজ করে পোরশা উপজেলকে স্মার্ট উপজেলা গঠনে চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন। এতে তিনি উপজেলা বাসি এবং স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেন।