গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বত্রই লাম্পি ও খুড়া রোগের প্রকোপ ব্যাপক হারে দেখা দেয়ায় কমপক্ষে শতাধিক গরুর মৃত্যু হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার গরু মৃত্যুর প্রহর গুনছে।
জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও এক পৌর এলাকায় বেসরকারি হিসেব মতে প্রায় ৩ লক্ষাধিক বিভিন্ন জাতের গরু রয়েছে। যদিও ২০২২-২০২৩ সালে সরকারি হিসেব মতে এর সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ২’শ ২৬টি। সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতায় গরুগুলো পানিবন্দি হয়ে পড়ে। দেখা দেয় গো-খাদ্য সংকট। তাদের মাঝে ছড়িয়ে পড়ে লাম্পি ও খুড়া রোগ। গরু গুলোকে এ রোগ থেকে বাঁচানোর জন্য ৪০ সদস্য বিশিষ্ট ৪টি মেডিকেল টিম চিকিৎসা ও ভ্যাকসিনেশন কাজে নিয়োজিত থাকলেও সুষ্ঠু তদারকি ও সুচিকিৎসা না থাকায় এ পর্যন্ত কমপক্ষে শতাধিক গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর দিকে চলে যাচ্ছে আরও হাজার হাজার গরু। এতে করে গরু খামারিরা বিপাকে পড়েছেন। খামারী পূর্ব ছাপড়হাটী গ্রামের ইসমাইল হোসেন, রুস্তম মাস্টার ও গোলজার রহমানসহ অনেকে আশঙ্কা করছেন তাদের বড় সম্পদ বিভিন্ন জাতের গরু এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতে পারে। এ কারণে তাদের বড় ধরনের ক্ষতি হবে যা পুসে নেয়া সম্ভব হবে না। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার গরু গুলোর মাঝে লাম্পি ও খুড়া রোগ দেখা দিয়েছে বলে স্বীকার করে জানান, আমাদের ভ্যাকসিনেশন টিম সর্বত্রই কাজ করছে। তবে ভ্যাকসিন সংকটের কারণে সুষ্ঠু চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। আমরা গরু মালিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছি। এ ছাড়া উপজেলার প্রতি ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে গরু গুলোকে নিরাপদ রাখার জন্য গন সচেতনতামুলক কর্মকা- পরিচালনা করছি।