 
		
	পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের তিনদিন পরে কৃষকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর এলাকায় ইটের ভাটার সংলগ্ন গজালিয়া খালের মোহনায় লাশটি ভাসমান অবস্থায় পেয়েছে স্থানীয়রা। জানা যায়, বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ চন্ডিপুর এলাকার মৃত: নুরুল ইসলাম মৃধার ছেলে মোঃ আল আমীন মৃধা (৪৫) নিজ এলাকার নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস, ডুবুরিদের ও স্থানীয়দের মাধ্যমে বিভিন্ন তল্লাশি করা হয়। কিন্তু লাশের কোন সন্ধান পাওয়া যায় নাই। স্বজনরা জানায়, আল আমীন প্রায়ই ঝাকি জাল নিয়ে পানগুছি নদীতে মাছ শিকার করত। বৃহস্পতিবার রাত ৯ টায় প্রতিদিনের মত মাছ শিকারে গেলে অদ্যাবধি সে ফিরে আসে নাই। নিখোঁজের পর থেকে আমরা বিভিন্ন স্থানে তাকে খোঁজা খুঁজি করি।