নীলফামারীর সৈয়দপুর এখন নিরব নিস্তব্ধ এক শহর। ছাত্র আন্দোলনের নামে সৈয়দপুর শহরে চালানো হয় সহিংসতা। হাতে লাঠি, ইটের টুকরো, ক্রিকেট খেলার ব্যাট নিয়ে কতিপয় মধ্য বয়সী যুবক চালায় সহিংসতা। তাদের অনেকের পড়নে ছিল হাফ প্যান্ট, পায়ের স্যান্ডেল ছিল অনেকের একই রকম। তবে এদের দেখে মনে হয়নি এরা ছাত্র। এরা প্রথমে আঘাত হানার চেষ্টা করে আওয়ামী লীগ অফিসে। কিন্তু সেখানে সুযোগ না পেয়ে মহড়া নিয়ে ছুটে যায় রেলওয়ে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে। যা জিআরপি মোড় নামে পরিচিত। সেখানে তারা প্রথমে বঙ্গবন্ধুর ছবি ভেঙ্গে চুরমার করে। তারপর আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, মৎস্যজীবীলীগের বিভিন্ন ব্যানার, ফেস্টুন ভেঙ্গে ফেলে। তবে বিএনপি জামায়াত পন্থী এক ব্যবসায়ির ব্যানারটি অক্ষত রাখে। এ সময় ওই সকল ব্যক্তির আচরণ দেখে মনে হয়েছিল তারা আওয়ামী লীগের প্রতি ছিল প্রচন্ড ক্ষিপ্ত। মজার ব্যাপার হল ওই সময় তাদের সাথে থাকা অনেকে পিছু হটে। এগুলো তছনছ করার পর এরা পুলিশকে টার্গেট করে ইট পাটকেল ছুড়তে থাকে। পুলিশ নিজেকে রক্ষা করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। ওই ছাত্র নামের দুস্কৃতিকারীরা জিআরপি মোড় থেকে চলে আসে পাঁচমাথা মোড়ে। সেখানে রেললাইন হয়ে বানিয়াপাড়া নামক স্থানে ট্রেন থামিয়ে দেয়। এ সময় শতাধিক যাত্রী পড়েন চরম দুর্ভোগে। এরপর ওই সকল দুস্কৃতিকারী বিমানবন্দর সড়কে ট্রাফিক পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেখান থেকে সামনে এসে পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়ে। তাদের ছুঁড়া ইটে দুই পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ওই সময় পুলিশের সাথে তাদের চলে বাক বিতন্দা। এক পর্যায় ছাত্র নামের ওই দুস্কৃতিকারিদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এতে আহত হয় ১০ পুলিশ সদস্য। সাথে ২০ থেকে ৩০ জন ছাত্রও আহত হয়। পুলিশ-ছাত্র সংঘর্ষের ফাঁকে অগ্নিসংযোগ করা হয় পুলিশ বক্সে। পুলিশ বক্সটি পুড়ে ছাই হয়ে যায়। সংঘর্ষের ফাঁকে পুলিশের একটি পিস্তল, একটি সর্টগান এবং একটি রাইফেল লুট করে ছাত্ররা। সাথে ৬ রাউন্ড গুলিও। এমন সহিংসতা দেখে বিস্মিত সৈয়দপুরবাসী। পরদিন কারফিউ জারী হলে সৈয়দপুর হয়ে পড়ে এক নিরব নিস্তব্ধ শহর। শহরে টহল দিতে দেখা যায়, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যদের।মানুষের চলাফেরায় বেঁধে দেয়া হয় নির্দিষ্ট একটি সময়। এরইমধ্যে পুলিশের পক্ষ থেকে করা হয় তিনটি মামলা দায়ের। ওই মামলায় গ্রেপ্তার করা হয় ৫০ জনকে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান, লুট হওয়া এখনো একটি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি আমরা উদ্ধার করতে পারিনি। আহত পুলিশ সদস্যরাও সুস্থ্য হয়নি। নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন বলেন, যারা অপরাধের সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তার করছি।