যশোরের মণিরামপুরে গরীব ও দুস্থ রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান চলাকালে দু’পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এমপির ব্যক্তিগত নিরাপত্তা কর্মী ও পুলিশের এক ডিএসবিসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ঘটনার পর দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও মণিরামপুর সার্কেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর পক্ষ থেকে থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করা হলেও মামলা রেকর্ড করা হয়নি।
সূত্রমতে, এদিন দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গরীব ও দুস্থ রোগীদের মধ্যে চেক বিতরণের অনুষ্ঠান চলছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ ও থানার ওসি এবিএম মেহেদী মাসুদ।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অনুষ্ঠান চলাকালে হলরুমের বারান্দায় এক যুবকের ধুমপান করা নিয়ে দুই জনপ্রতিনিধির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে তা হামলার ঘটনায় রুপ নেয়। হট্টোগোল দেখে মঞ্চ থেকে নেমে যান উপজেলা চেয়ারম্যান। এগিয়ে আসেন সংসদ সদস্যর নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম ও পুলিশের ডিএসবির এএসআই ফিরোজ হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে মারপিটের শিকার হন এমপির নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম ও ডিএসবি ফিরোজ হোসেন।
এছাড়া দু’পক্ষের মধ্যে হামলার ঘটনায় আহত হয় এমপি পক্ষের ছাত্রলীগ নেতা এস এম বাপ্পী, আবু বক্কর, আবু সালেহ, রিয়াদ হোসেন এবং উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলুর ভাইপো আলী কদর রনি ও মুমিতুল নবী পরশ।
ঘটনার এলাকায় চাউর উঠেছে এ ঘটনা নিয়ন্ত্রণ করতে গিয়ে থানার ওসি এ বি এম মেহেদী মাসুদ এবং পুলিশের ডিএসবি ফিরোজ হোসেন হামলাকারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। তবে, ওসি পুলিশ লাঞ্ছিতর এ বিষয়টি অস্বীকার করেছেন। আহতদের মধ্যে ৫ জন মণিরামপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে যান বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস জানিয়েছেন।
এদিকে, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, মণিরামপুরের সহকারি পুলিশ সুপার আবু দাউদসহ প্রশাসনের একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিবেশ নিয়ন্ত্রণে নেয়।
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী এ প্রতিবেদকে বলেন, সরকারী প্রোগ্রাম চলাকালে উপজেলা চেয়ারম্যান হঠাৎ মঞ্চ থেকে নেমে গেলেন। এমনকি তার অনুসারীরা আমার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী শহিদুল ইসলাম ও ছাত্রলীগের একাধিক নেতাদের উপর হামলা করা বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। তবে, যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় শনিবার বিকেলে এমপির ব্যক্তিগত নিরাপত্তা কর্মী শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে এমপি জানান।
অপর দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু বলছেন ভিন্ন কথা। তিনি দাবী করেন, অনুষ্ঠান চলাকালে হলরুমের বারান্দায় এক যুবক ধুমপান করছিল। আমার কর্মীরা তাকে নিষেধ করায় তাদের উপর চড়াও হয়। এ সময় তারা আমার তিন কর্মীকে মারপিট করে আহত করে।
জানা গেছে এ ঘটনায়ও চেয়ারম্যানের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ তবে এ ঘটনায় কোন মামলা বা কেউ আটক হয়নি।
মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদ বলেন এ ঘটনায় এখনো মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে।