সেনবাগের ইয়ারপুর গ্রামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৫/৭জনের একদল ডাকাত ব্যবসায়ী সাইফুল ইসলাম হাসানের বসতঘরের জানালার গ্রিল ভেঙ্গে বিতরে ডুকে অস্ত্রের মুখে পিতা-মাতা-স্ত্রী-সন্তান ও নানীকে জিম্মিকরে হাত-পা বেধেঁ নগদ ৫হাজার টাকা, ৫ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইলফোন লুট করে নিয়ে যায়। ওই ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রোববার রাত ৩টার দিকে ঊপজেলার কাবিলপুর ইউপির ২নং ওয়ার্ড পূর্ব ইয়ারপুর বাকির হাফেজের বাড়িতে। খবর পেয়ে সেনবাগ থানার এসআই সনৎ এল নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে। যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ নাজিম উদ্দিন ঘটণার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।