ভাঙ্গুড়ায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে ঘরছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বাড়ি বাড়ি পুলিশের তল্লাশি ও ধরপাকড়ের ভয়ে ঘরে থাকতে পারছেন না তারা। গত কয়েকদিনে এখানে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বিএনপি-জামায়াতের ৮ নেতাসহ অজ্ঞাত ৪৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করে থানা-পুলিশ।
নেতাকর্মীরা বলছেন,কোটা সংস্কার আন্দোলন নিয়ে এলাকায় কোন ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। তাদের দমন-পীড়নের জন্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা ও সাজানো মামলা দিয়েছে। তবে পুলিশ বলছে, বিএনপি-জামায়াতের নাশকতাকারীদের ধরতে পুলিশ ধরপাকড় ও অভিযান পরিচালনা করছে। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করে থানা-পুলিশ। মামলায় বিএনপি-জামায়াতের ৮ নেতাসহ অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়।
এই মামলার বাদি হয়েছেন থানার এসআই শহিদুল ইসলাম।এরপর থেকেই শুরু হয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেপ্তার অভিযান। তাদের ধরতে দিনে রাতে চলছে পুলিশের গ্রেপ্তার অভিযান। নেতাকর্মীরা ভয়ে ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নামে প্রকাশে অনিচ্ছুক উপজেলা জামায়াতে ইসলামীর এক নেতা জানান, এই আন্দোলনে তাদের নৈতিক সমর্থন থাকলেও তারা কোন নাশকতায় জড়িত নয়।
জামায়াতে ইসলামি একটি আদর্শিক দল। তারা কোন ধরনের নাশকতায় বিশ্বাসী নয়। পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে গ্রেপ্তার করছে। দিনে রাতে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। নেতাকর্মীরা কেউই ঘরে থাকতে পারছেন না। উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার জাফর ইকবাল হিরোক বলেন, কোটা আন্দোলনে তাদের নৈতিক সমর্থন রয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে দায়ের করা নাশকতার মামলাটি পুরোটাই সাজানো ও ভিত্তিহীন। পুলিশ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে। সরকারের দমন-পীড়নের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে এই মামলা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।