গাজীপুরের কাপাসিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে শাকিল হান্নান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৭ জুলাই শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সে মারা যায়। সে উপজেলা বারিষাব ইউনিয়নের দামোয়ার চালা গ্ৰামের আ. ছাত্তার মিয়ার ছেলে।
জানাযায়, শনিবার দুপুরের সময় ৭-৮ শিশু মিলে পুকুরে গোসল করতে গিয়ে সাকিল পুকুরের গভীর পানিতে চলে যায়। সাথের শিশুরা সাকিলের পানিতে তলিয়ে যাওয়া দেখে লোকজনদের খবর দিতে যায়। ততক্ষণে সাকিল পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সাকিলের মৃতদেহ উদ্ধার করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুবকর মিয়া জানান, শনিবার দুপুরে দিকে ৭ থেকে ৮ শিশু মিলে পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে সাকিল নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।