আনুষ্ঠানিক উদ্বোধনের পরের দিন নিষ্পত্তি হলো প্যারিস অলিম্পিকসের প্রথম সোনার পদকের। ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম সোনা জিতে নিয়েছে চীন। আসরের প্রথম পদক নির্ধারণ অবশ্য তার আগেই হয়ে যায়। সেই একপেশে লড়াইয়ে জার্মানিকে হারিয়ে ব্রোঞ্জ জয় করে কাজাখস্তান। শাতুহু শুটিং সেন্টার রেঞ্জে শনিবার ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া ও চীন। ১৬-১২ পয়েন্ট ব্যবধানে জিতে বাজিমাত করে চীনের লিহাও শেং-টিং উ হুয়াং জুটি। কিউম জিইউন-পার্ক হাইউন জুটির হাত ধরে রুপা জিতে পদকের খাতা খুলল দক্ষিণ কোরিয়া। দিনের শুরুতে ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে কাজাখস্তানের কাছে পাত্তাই পায়নি জার্মানি। তাদেরকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতে নেন আলেক্সান্দ্রে লি ও সাতপাইয়েভ ইসলাম জুটি। ১৯৯৬ সালের পর অলিম্পিকসে এই প্রথম শুটিং থেকে পদক পেল কাজাখস্তান। ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকস থেকে গেমসের প্রথম পদকের নিষ্পত্তি হচ্ছে শুটিং ইভেন্টে। প্যারিসেও বজায় থাকল সেই ধারাবাহিকতা।