মাকে টিউশনি করাতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার বারোদিন পরেও কান্না থামেনি অনার্স প্রথম বর্ষের ছাত্র শান্তর পরিবারে।
একমাত্র পুত্র শান্তকে হারিয়ে যেন সর্বশান্ত হয়ে গেছেন জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদী গ্রামের জাকির হোসেন। এরমধ্যে সবচেয়ে বেশি ভেঙে পরেছেন শান্তর অষ্টম শ্রেণিতে পড়-য়া একমাত্র বোন বৃষ্টি আক্তার। একমাত্র ভাইয়ের মৃত্যুকে কোনভাবেই মেনে নিতে পারছেনা বৃষ্টি। কেউ কথা বলতে আসলেই অঝোরে কান্নায় ভেঙে পরে বৃষ্টি। স্বজনরা তাকে (বৃষ্টি) যতোই বোঝান শান্ত আর ফিরবে না, তা কিছুতেই মানতে চায় না বৃষ্টি।
সূত্রমতে, শান্তর বাবা জাকির হোসেন আগে চট্টগ্রামে জাহাজে চাকরি করলেও করোনাকালে তিনি রহমতপুরে ফার্নিচারের ব্যবসা শুরু করেন। এরপর থেকে শান্ত, বৃষ্টি ও তাদের মা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন। জাকির হোসেন থাকতেন বাবুগঞ্জে। ফয়সাল আহমেদ শান্ত চট্টগ্রামের ওমরগনি এমইসি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ফয়সাল আহমেদ শান্তর মা স্কুল শিক্ষিকা রেশমা আক্তার বলেন, পড়াশুনার পাশাপাশি কয়েকটি টিউশনি করে শান্ত তার হাত খরচ চালাতো। আমার একটাই ছেলে। আশা-ভরসা সবই ছিলো ছেলেকে ঘিরে। ঘটনার দিন গত ১৬ জুলাই শান্ত টিউশনি করাতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর শান্ত ফিরে আসে লাশ হয়ে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে চট্টগ্রাম মহানগরীর জিইসি দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দুই ঘন্টা ধরে চলে সংঘর্ষ। ওইসময় মুরাদপুর দুই নম্বর গেটের মাঝামাঝি জায়গায় গুলিবিদ্ধ হন শান্ত। পরিবারের পক্ষ থেকে টিউশনিতে যাওয়ার কথা বলা হলেও শান্তকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা মিসকাত জানিয়েছেন, তাদের সাথেই আন্দোলনে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শান্ত। বাবুগঞ্জের মহিষাদী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।