প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কুমিল্লার হোমনায় বিভিন্ন পেশার চারশ শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল মজিদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগমের অর্থায়নে শনিবার বেলা একটায় উপজেলার চৌরাস্তা মোড়ে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রধান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া ইমন, চালিভাঙা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোরশেদ আলম, উপজেলা ছাত্রীলগ সভাপতি মো. আলাউদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মো. সজিব প্রমুখ।