ঈদগাঁও-ঈদগড় সড়কে মোটর বাইক আরোহী দু’জনকে কুপিয়েছে ডাকাতরা। ঘটনার একদিন পর আজ সকালে এক ডাকাতের লাশ উদ্ধার হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে ২৬ জুলাই রাত ১১ টার পর। পুলিশ বলছে যুবকটি শনিবার রাত তিনটার দিকে গণপিটুনিতে নিহত হয়েছে। উদ্ধার হওয়ার যুবকের লাশটি আবু বকরের (২৩) বলে নিশ্চিত করেছে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা। নিহত যুবক ঈদগাঁও ইউনিয়নের পূর্ব ভোমরিয়া ঘোনা ধুইল্ল্যাঝিরি এলাকার সৈয়দ নুর বৈদ্যের পুত্র। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলাও রয়েছে বলে জানান থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা। সকাল সাড়ে দশটার দিকে ঈদগাঁও থানার পুলিশরা লাশটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠান বলে জানান ভোমরিয়া ঘোনার এক পল্লী ডাক্তার।
জানা গেছে, ২৬ জুলাই রাত ১১ টার পরে ঈদগড় সড়কের ভোমরিয়া ঘোনার নিকটবর্তী সাততারা ঘোনার রাস্তার মাথায় মোটর সাইকেল আরোহী দু’জনকে ব্যারিকেড দিয়ে থামায় ডাকাত দল। তাদেরকে দা, লোহা দিয়ে এলোপাতাড়ি মারধর করে ও কোপায়। তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা লুট করে। পরে তারা পার্শ্ববর্তী গহীণ পাহাড়ে ঢুকে যায়। আহতরা হচ্ছে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গজালিয়ার মৃত আবদুল মোতালেবের পুত্র কৃষক শাহাব উদ্দিন (৪০) এবং রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বৌঘাটা এলাকার বদিউজ্জামানের পুত্র গাছ ব্যবসায়ী রুহুল আমিন (৩৮)। তারা ঈদগাঁও স্টেশন থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। আহতদের সোর-চিৎকারে ফরেস্ট অফিস এলাকার লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ঈদগাঁও বাজারের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে আহতদের বন্ধু নুরুল আজিম, আবদুল আজিজ, সাইফুল ইসলাম, সেলিম কোম্পানিসহ উপস্থিত অনেকে জানান, শাহাব উদ্দিনের ডান পাশের চোখের উপরে ও নিচে, নাক, পেট ও দু’হাটুতে উপর্যুপরি কোপানো হয়েছে। আর রুহুল আমিনের হাতে কোপ দিয়েছে ডাকাতরা, তাকে চারটি সেলাই করা হয়েছে।
আহত শাহাব উদ্দিনের স্ত্রী সেলিনা আক্তার জানান, ডাকাত দলের মারধরে তার স্বামীর অবস্থা খুবই খারাপ। খবর পেয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের বন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন খান, ভোমরিয়া ঘোনা বিট কর্মকর্তা মুমিনুর রহমান, ঈদগাঁও থানার ফোর্স মোঃ রিমন সহ অন্যান্যরা হাসপাতালে যান। হাসপাতলে উপস্থিত রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, আহত শাহাব উদ্দিন বন বিভাগের সৃজিত বাগানে একসময় মাঝি হিসেবে কাজ করতো।