সেনবাগে পৃথক স্থানে অভিয়ান চালিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল (৫৪) ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন দুলাল (৪০) কে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন ইকবাল সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের ৭নং ওয়ার্ডের মৃত মকবুল আহমেদের ছেলে এবং মোয়াজ্জেম হোসেন দুলাল কাবিলপুর ইউপির ৬নং ওয়ার্ড শায়েস্তানগর গ্রামের হারিছ আহমেদের ছেলে।
শুক্রবার রাতে থানা পুলিশের একটি বিশেষ দল পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের দুই জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজিম উদ্দিন জানান, শনিবার দুপুুরে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।