নীলফামারীতে কোটা আন্দোলনের নামে সহিংসতার ঘটনা ঘটেছে। ছাত্রের সাথে একটি অপশক্তি মিশে গিয়ে চালিয়েছে নাশকতা। ওই নাশকতায় নীলফামারীতে ছাত্রদের সাথে অপছাত্ররা তান্ডব চালিয়েছে বিভিন্ন স্থাপনায়। তারা জজ আদালত গেটে, রিপোর্টার ইউনিটি, সরকার দলীয় লোকজন, পুলিশ টার্গেট করে তান্ডব চালায়। নীলফামারীর বেশ কয়েকজন সাংবাদিককে মেরে আহত করে। একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা ভাংচুর করে। এদিকে সৈয়দপুরে নজির বিহীন তান্ডব চালানো হয়। দায়িত্বরত ট্রাফিক বিভাগের পুলিশের মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। এরপর পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে তা ভষ্মিভুত করা হয়। এ সময় ১০ পুলিশের সদস্যকে মেরে রক্তাক্ত করা হয়। লুটে নেয়া হয় তাদের একটি সর্ট গান,একটি পিস্তল ও একটি রাইফেলসহ ৬ রাউন্ড গুলি। যা আজও উদ্ধার হয়নি বলে জানান সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম। এ সময় প্রায় ২৫ জন ছাত্রের সাথে অপছাত্ররাও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। এ বিষয়ে ২৫ জুলাই নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ মোকবুল হোসেন জানান, অস্ত্র উদ্ধার কাজ চলমান। যারা আন্দোলনের নামে নাশকতা করেছে ভিডিও ফুটেজ দেখো তাদের গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নীলফামারীতে ১৭ জন এবং সৈয়দপুরে ৪১ জন। নাশকতার মামলা হয়েছে নীলফামারীতে একটি এবং সৈয়দপুরে তিনটি। যারা নাশকতার সাথে সরাসরি জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। কোন নিরাপরাধ ব্যক্তিকে আমরা আটক করছি না।