গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসুচী-৩(আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা এর সভাপতিত্বে উপজেলার ৩০ জন নারী কর্মীদের গত ৪ বছরের সঞ্চয়কৃত অর্থ প্রত্যেকেই ১ লক্ষ ৩০ হাজার ৬৩৩ টাকা করে মোট ৩৯ লক্ষ ১৮ হাজার ৯৯০টাকার চেক বিতরণ করা হয়।
এলজিইডি,চর রাজিবপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় আয়োজিত চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যাপক আবদুস সবুর ফারুকী সাবেক আ.লীগ সভাপতি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু মিয়া ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা রেনু প্রমুখ।
চর রাজিবপুর উপজেলা এলজিইডি কর্তৃক জানা গেছে,গত ১জুলাই/২০ইং থেকে শুরু করে গত ৩০জুন/২৪ইং তারিখে প্রকল্পের মেয়াদ উত্তীর্ন হওয়ায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক এবং তাদের কাজের গুনগতমান ভালো হওয়ায় তাদের মধ্যে সনদও বিতরণ করা হয়।