কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার ও সংকটের রাজনৈতিক সমাধানে হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিসহ নিহতদের স্মরণে আয়োজিত শোক মিছিল পুলিশের বাঁধায় পন্ড হয়ে গেছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বাসদ কার্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকার শোক মিছিল বের করার প্রস্তুতিকালে কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জোটের সদস্য সচিব ডাঃ মণিষা চক্রবর্তী ও দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে মিছিল বের না করার জন্য অনুরোধ করেন। এ সময় পুলিশের সাথে বাগবিতন্ডার একপর্যায়ে শোক মিছিল নিয়ে সড়কে বের হওয়ার চেষ্টাকালে একদল পুলিশ তাদের ব্যারিকেট দিয়ে আটকে দেয়। পুলিশের বাঁধায় পন্ড হয়ে যায় শোক মিছিল।
কোতয়ালী মডেল থানার ওসি এম আরিচুল হক বলেন, রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হলেও মেট্রোপলিটন এলাকায় সকল ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।