রাঙ্গামাটির আসামবস্তী এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং একজনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম রেফার করা হয়েছে। নিহতরা হলেন, অর্ণব চৌধুরী (১৭) পিতা-বাবুল চৌধুরী ও এডিসন সাহা (১৬) পিতা-অমিত সাহা। মুমূর্ষু ছাত্রের নাম শিবম দাশ (১৬) পিতা নয়ন দাশ।
শুক্রবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধু রাঙ্গামাটির আসামবস্তী প্রবেশ মুখে সাম্পান ঘাট এলাকায় কাপ্তাই হ্রদে গোসল করতে নামে। এ সময় সাঁতার কাটতে গেলে হ্রদের পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের মধ্যে অর্ণব চৌধুরী ও এডিসন সাহাকে মৃত বলে ঘোষণা করে। অপরজন মুমূর্ষু ছাত্রের নাম শিবম দাশ (১৬) পিতা নয়ন দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। তিনজনই রাঙ্গামাটির বিভিন্ন স্কুলের ১০ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, কাপ্তাই হ্রদে গোসল করতে গিয়ে তিন বন্ধু পানিতে হাবুডুবু খেতে দেখে লোকজন পানিতে নেমে তাদের উদ্ধারে করে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনকে উপরে তুলতে পারলেও একজনকে অনেক অনেকক্ষণ পর নদীর পানি থেকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করে। এ সময় নিহতের আত্মীয়স্বজন স্থানীয় লোকজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভাজি হয়ে ওঠে।