বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর অ্যালিফেন্ট রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিএনপির সিনিয়র নেতাসহ দলটির অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে ধারাবাহিকতায় এ্যানিকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, কোটা আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় হওয়া মামলায় বিএনপি নেতা আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪০৫ নেতাকর্মীকে বুধবার (২৪ জুলাই) কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মঙ্গলবার আদালতের মাধ্যমে বিএনপি-জামায়াতের ৫৬৪ জনকে কারাগারে ও ১৭ জনকে রিমান্ডে পাঠানো হয়।