গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে টিএমএসএস এ্যাপারেলস লিমিটেড কারখানার এর উদ্যোগে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সাতাইশ ধরপাড়া এলাকার টিএমএসএস কারখানা প্রাঙ্গণে ৭৫০জন শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল ও মুড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন ৫১নং ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ বিপ্লব, টিএমএসএস’র পরিচালক ড. ফাতেমা খাতুন রীমা, নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার, কর্মকর্তা ফাইজুর রহমান, আবদুল বারিক, আবুল কালাম আজাদ, বাবুল হোসেন প্রমুখ।
টিএমএসএস কারখানার শ্রমিক নূর জাহান বেগম, আবদুস সালাম শেখ, আকলিমা বেগমসহ একাধিক শ্রমিক বলেন, এই দুর্যোগকালীন সময়ে আমাদেরকে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়ায় আমরা খুবই খুশি হয়েছি। আমরা টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।