ঢাকার উত্তরা-আজমপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ঝিনাইদহের সাব্বির হোসেন (২৩)। সে মির্জাপুর গ্রামের নিহত সাব্বির হোসেনের ছেলে। নিহতের বাড়িতে গত দিন চলছে শোকের মাতম।
গত ১৮ জুলাই দুপুরে কর্মস্থল থেকে খাবার খেতে বের হলে আজমপুর এলাকায় চলমান সংঘর্ষের মধ্যে পড়ে সাব্বির হোসেন। এ সময় তার গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহত সাব্বির হোসেন উপজেলার মীর্জাপুর গ্রামের আমোদ আলীর ছেলে। তিনি উত্তরার ১৩ নম্বর সেক্টরে অর্গান লিমিটেড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
নিহতের চাচাতো ভাই তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে অর্গান লিমিটেড কেয়ার থেকে খাবার খেতে বাসায় ফিরছিলেন সাব্বির। তিনি উত্তরা-আজমপুর এলাকায় পৌঁছালে সংঘর্ষের মধ্যে পড়ে যান। এ সময় সাব্বিরের গলায় গুলি লাগে। আহত সাব্বিরকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের সুপারিন্টেনডেন্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঢাকায় তার আরও দুই চাচাতো ভাই রয়েছেন। তারা হলেন মুনিম ও লিংকন। সাব্বির নিহত হওয়ার খবরটি তারাই বাড়িতে জানায়। এদিকে দিকে সাব্বিরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। তার মা রাফিজা খাতুন বুক চাপড়ে কাঁদছেন। সারা বাড়ি জুড়ে আত্মীয় স্বজনদের ভিড়। ২৩ বছরের যুবক সাব্বিরকে হারিয়ে বাকরুদ্ধ তার পরিবার। একমাত্র বোন সুমাইয়া খাতুন বলেন, ‘আমার ভাই তো কোনো দল করতেন না। তিনি চাকরি করে আমাদের সংসার চালাতেন। তাহলে কেন এই নিরীহ ছেলেটিকে মারা হলো ?