খুলনা মহানগরী ও নয় উপজেলা এলাকার বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের মাঝে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে খুলনায় প্রায় একশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নেতাকর্মীদের না পেলে বাড়ির অন্য সদস্যদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন দলের সিনিয়র নেতারা।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে খুলনায় গত কয়েকদিনে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি। মহানগরীর চারটি পয়েন্টে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি পালন করেন। এরপরও খুলনার খালিশপুর, সোনাডাঙ্গা ও লবনচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা করে পুলিশ। এছাড়াও উপজেলা পর্যায়ে দু-এক জায়গায় বিক্ষোভ সমাবেশ করলেও সেগুলো ছিল শান্তিপূর্ণ কর্মসূচি। ফলে এসব উপজেলায়ও কোনো মামলা হয়নি। এরপরও খুলনা মহানগর এবং জেলায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশি করা হচ্ছে। এমনকি নেতা-কর্মীদের ধরে নাশকতা মামলায় জড়িয়ে আাদালতে প্রেরণ করা হচ্ছে এমনটায় জানিয়েছেন দলের নেতারা।
বিএনপির সূত্র জানিয়েছে, গত ১৬ থেকে ২৫ জুলাই বিএনপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বেশির ভাগ নেতাকর্মীকেই পুরোনো নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
বিএনপি নেতারা জানান, কয়েক দিনে নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহম্মেদ, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ খান, আহ্বায়ক কমিটির সদস্য আনসার আলী, নগর কৃষক দলের আহ্বায়ক সজীব তালুকদার, জেলা ছাত্রদলের সহসভাপতি মাসুম বিল্যাসহ এবং সোনাডাঙ্গা থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মির্জা মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া অন্যরা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। গণগ্রেফতারের বিষয়ে নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশের কোনো কারণ লাগে না। ছাত্রদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই বিএনপি নেতাদের গণগ্রেফতার করছে পুলিশ। এটা বিরোধী দলের নেতাকর্মীদের দমনপীড়নের অন্যতম বৈশিষ্ট্য।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) আহসান হাবীব বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে পুরোনো মামলা ছিল। এরা সহিংসতা উসকে দিতে কাজ করেছে। কোটা সংস্কার দাবির আড়ালে তারা নাশকতা করেছে।
এদিকে মহানগরের নেতাকর্মীদের পাশাপাশি জেলায়ও নেতাকর্মীদের গণগ্রেফতার চলছে। খুলনা জেলার বিভিন্ন উপজেলা থেকে অর্ধ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বলেন, আন্দোলন করছে শিক্ষার্থীরা। পুলিশ গ্রেপ্তার করছে আমাদের নেতাকর্মীদের। বিএনপি তো এই আন্দোলন করছে না। অথচ পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। জেলা বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নেতাকর্মীদের মধ্যে একধরনের আতঙ্ক-উৎকণ্ঠা কাজ করছে।
এদিকে খুলনা জামায়াতের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, খুলনায় জামায়াতের ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নগর শাখার সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলমও রয়েছেন। এছাড়াও নেতাকর্মীদের বাড়ি গিয়ে কাউকে না পেলে দরজা ভেঙে ভেতরে ঢুকে বাসাবাড়ি তছনছ করে ফেলছে বলে তিনি অভিযোগ করেন। গ্রেপ্তারের বিষয়ে খুলনা জেলা পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। এ ছাড়া পুলিশ কাউকে হয়রানিও করছে না।
গত একসপ্তাহে খুলনায় বিএনপি’র অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী-সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। তল্লাশির নামে দলটির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি যেয়ে হয়রানির অভিযোগও উঠেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে পুলিশ এই ধরপাকড় ও তল্লাশী শুরু করেছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।
বিএনপি’র দলীয় সূত্র জানায়, দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানানো হয়েছে। কোনো ধরনের উস্কানি ছাড়া পুলিশ এসব অহিংস কর্মসূচিতে গুলি চালিয়েছে। এখন আবার উল্টো বিভিন্ন মামলায় দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।
মহানগর বিএনপি’র আহ্বায়ক এড.শফিকুল আলম মনা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে খুলনাতে কোনো সংঘর্ষ-ভাঙচুর হয়নি। অথচ এ ঘটনাকে পুঁজি করে পুলিশ বিএনপি’র নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। তৃণমূলের কর্মীদের বাসা-বাড়িতে যেয়ে পুলিশ তল্লাশীর নামে হয়রানি চালাচ্ছে।
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী জানান, আন্দোলন করছেন শিক্ষার্থীরা। পুলিশ গ্রেপ্তার করছে আমাদের নেতা-কর্মীদের। বিএনপি তো এই আন্দোলন করছে না। অথচ পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। জেলা বিএনপি’র সাত-আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের আতঙ্ক- উৎকণ্ঠা কাজ করছে।