রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ২৪ ঘন্টায় মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তবে আটককৃতদের সংখ্যা জানালেও তাদের নাম পরিচয় জানাননি আরএমপি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ১২ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৪ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি শাখা পুলিশ ১২ জনকে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছেন আরএমপি।
এদিকে সরকার ঘোষিত চলমান কারফিউ শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে। চলমান পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর কোন স্থানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চলমান পরিস্থিতির কারণে রাজশাহীর অর্থনীতি একেবারেই ভেঙ্গে পড়েছে।