কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গত বুধবার সকাল ১১টার দিকে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ এনামের সভাপতিত্বে এক বিশাল মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন বলেন, ২০১৮ সালে কোটা আন্দোলন দেখা দিলে তখন এ বিষয়ে রিট করা হয়। তিনি বলেন, ছাত্রদের দাবির সাথে বাংলাদেশের সকল জনগণ এক মত পোষণ করেছেন। সে দাবিতে আমি নিজেও একমত পোষণ করি। কিন্তু ছাত্রদের কোটা নিয়ে একটি অপশক্তি ফায়দা হাছিলের জন্য দেশের যে ক্ষতি করেছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে প্রধান মন্ত্রী শেখ হাসিনা কখনো মাথা নত করে না। ছাত্রদের আন্দোলনের পক্ষে তিনিও আইনের শাসনের মাধ্যমে ৯৩% আপিল বিভাগে যে রায় হয়েছে সেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে একমত পোষণ করেছেন। আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ নব নিবার্চিত চেয়ারম্যান মোঃ রেজাউল হক কাজল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, বাজিতপুর চেম্বার অফ কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নরুল হক ও পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র দাস।