দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সময়সীমা আরো ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ৮ আগস্ট বৈঠক করে কাপ্তাই হ্রদে মাছ শিকারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরার ওপর জেলা প্রশাসন জারি করা এ নিষেধাজ্ঞার মেয়াদ বৃহস্পতিবার (২৫ জুলাই) শেষ হওয়ার কথা; কিন্তু মা মাছ পোনা ছাড়লেও সেগুলো এখনো ছোট থাকায় এবং কাপ্তাই হ্রদের পানির পরিমান পর্যাপ্ত না থাকায় মাছের সুষ্ঠ প্রজননের সার্থে কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধের সময় সীমা আরো ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।রাঙ্গামাটি জেলা প্রশাসক ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, বিএফডিসি রাঙ্গামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল ইসলাম ভূঁইয়া, রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী নেতা উদয়ন বড়ুয়া ও মো. শুক্কুর, বিএফআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপজেলা মৎস্য অফিসার প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদন নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ শিকার, আহরণ, বিপণন, বাজারজাত ও পরিবহণ নিষিদ্ধ থাকবে। এজন্য বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কাপ্তাই হ্রদে বলবত থাকা মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে তিন মাস হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। যদিও এবছরও হ্রদে পানি স্বল্পতার কারণে মাছ শিকার বন্ধের সময় সীমা বাড়ল ১৫ দিন। বর্ধিত সময়েও পর্যাপ্ত পানি না বাড়লে আরেক দফা বন্ধের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।