দেশের বিভিষিকাময় পরিস্থিতির কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতায় পরবর্তী আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নাশকতা মামলায়সহ বিভিন্ন মামলায় গত দুই দিনে পিরোজপুরের কাউখালীতে ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে উপজেলা জামায়েতের সেক্রেটারি কাউখালী নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওঃ মোঃ নজরুল ইসলাম, ছাত্রদল কাউখালী সদর ইউনিয়নের সভাপতি শাহিন হোসেন, জামায়েত ইসলামের সাবেক উপজেলা আমীর ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ খাইরুল বাশার, জেলা ছাত্র শিবিরের সদস্য ও কাউখালী শিয়ালকাঠী ইউনিয়নের বেল্লাল হোসেন যুবরাজ, চিরাপাড়া ইউনিয়নের ছাত্রদল সদস্য মোঃ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হুমায়ন কবির জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। নাশকতা মামলার অভিযান অব্যহত আছে।