চাঁদপুরের রাজপথে গত কয়েকদিনের উত্তাল উত্তেজনা সহিংসতার পর হাজীগঞ্জ - শাহরাস্তি ও চাঁদপুর শহর এলাকা এখন পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই থেকে কয়েকটি দিন চাঁদপুর খুবই উত্তপ্ত ছিলো। কোটা আন্দোলনের পক্ষ বিপক্ষ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার চরম উত্তেজনা বিরাজ করছিলো।সংঘর্ষ, হামলা ভাংচুর,অগ্নিসংযোগের মত সহিংসতা হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। মানুষ গত আটদিন আতঙ্কে ও উদ্বেগ উৎকন্ঠায় অতিবাহিত করেছে।
২০ জুলাই দেশে কারফিউ জারির পর চাঁদপুরেও পুলিশ আনসারের পাশাপাশি সেনা টহল শুরু হয়।
কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংসতার পর বুধবার ২২ জুলাই থেকে কিছু সময় কারফিউ শিথিল করা হলে লোকজন হুমড়ি খেয়ে রাস্তায় নেমে আসেন। প্রয়োজন মেটাতে ঘর থেকে বের হন।২৫ জুলাই বৃহস্পতিবার ভোর ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুরে কারফিউ শিথিল করা হয়। দিনের পুরো সময় কারফিউ শিথিল থাকায় শহর জুড়ে যানবাহন চলাচলসহ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। বিশেষ করে চাঁদপুর জেলা পুলিশের প্রশংসনীয় তৎপরতায় চাঁদপুরে সহিংসতার ভয়াবহ রুপ নিতে পারেনি। কোন লাশও পড়েনি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকারিয়া জানান,চাঁদপুরে সেনা টহল অব্যাহত রয়েছে।কারফিউ ভঙ্গ করায় অনেককে জরিমানা করা হয়। সরজমিনে শহর ঘুরে দেখা যায় ব্যাংক বীমা,অফিস আদালত,দোকানপাট মার্কেট খোলা থাকায় চাঁদপুরের জনজীবন অনেকটাই স্বাভাবিক। ব্যাংকগুলোতে ছিল অসম্ভব ভিড়। ‘বুথ’ থেকেও কেউ কেউ টাকা তুলতে পেরেছেন।
এছাড়া ঘর থেকে বের হয়ে আসা মানুষের চোখেমুখে ছিল উদ্বেগ উৎকণ্ঠা ও নানা প্রশ্ন। বিআইডব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাট পরিবহণ পরিদর্শক মোঃ শাহআলম জানান, বুধবার সীমিত পরিসরে ২-৩ টি লঞ্চ চললেও বৃহস্পতিবার সকাল ৬টা হতে বিকাল ৫টা পর্যন্ত ১৪টি লঞ্চ ঢাকা-না'গঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে।ঢাকা থেকে চাঁদপুর এসেছে ৫ থেকে ৮টি লঞ্চ। কারফিউ শিথিল থাকা অবস্থায়ও নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করে বৃহস্পতিবার (২৫ জুলাই) ট্রেন চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার।
এদিকে,চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের ডিআই- ১ মনিরুল ইসলাম জানান,গতকাল চাঁদপুরে ১৩ জন গ্রেপ্তার হয়েছে। এর আগে চাঁদপুর সদর মডেল থানার ২টি, হাজীগঞ্জের ৪টিসহ ৭ মামলায় বিএনপি- জামাতের ৩৫ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়।