প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করেছেন বরিশাল সিটি করপোরেশন এবং জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকালে নগরীর হাসপাতাল রোড আমেনা ফাউন্ডেশনে বিসিসি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ত্রাণ বিতরন করেছেন। একইদিন জেলা প্রশাসক শহিদুল ইসলাম সদর উপজেলা পরিষদে গরীব ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরন করেছেন। মেয়র এবং জেলা প্রশাসক পৃথকভাবে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেছেন।
অপরদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জেলার গৌরনদীতে ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে বিতরণ পূর্ব আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আবদুর রাজ্জাকসহ অন্যান্যরা। শেষে প্রতি পরিবারের মাঝে এক বান টিন ও নগদ সাড়ে পাঁচ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।