জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুফিয়ান সরদারকে (৩২) বুধবার দিবাগত রাতে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের বিএনপি নেতা ও তার সহযোগিরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সুফিয়ান সরদার ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের বাসিন্দা জামাল সরদারের ছেলে। বৃহস্পতিবার সকালে নিহতের মামা ও মেমানিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নোমান সরদার জানান, মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাছঘাট দেয়াসহ বিভিন্ন বিষয়ে তাদের সাথে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মাইনুল ইসলাম এবং ওহাব আলী গোলদারের সাথে বিরোধ রয়েছে। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুফিয়ানের কারণে প্রতিপক্ষের লোকজনে এলাকায় সন্ত্রাসী কর্মকা- করতে পারে না। এ কারণে তার ওপর ক্ষিপ্ত ছিল। ইউপি সদস্য নোমানের দাবি, বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুফিয়ান তার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছিলেন। ওয়ার্ডের সাবেক মেম্বর ও বিএনপি নেতা মাইনুলের বাড়ির সামনে পৌঁছলে প্রতিপক্ষ তাদের ওপর হামলা চালায়। এ সময় তার দুই বন্ধু পালিয়ে গেলেও সুফিয়ানকে একা পেয়ে মাইনুল, ওহাব আলী, সাইদ, কবির, আমির, কাওসারসহ কয়েকজনে কুপিয়ে মারাত্মক জখম করে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষ অবস্থায় সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসাপাতালে নেওয়ার পথে সুফিয়ান মারা যায়।
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইর আহমেদ বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে সুফিয়ান মারা গেছেন। এ সময় দুইপক্ষের পাঁচজন গুরুত্বর জখম হয়েছে। ওসি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বৃহস্পতিবার দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।