ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই মাদকসেবীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো: ইমরানুল হক ভূইয়া তাদেরকে এই সাজা দেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর আশ্রয়ণ কেন্দ্রে বসে দীর্ঘদিন যাবত আরিফ মিয়া (২৭) ও ছত্তর মিয়া (২৮) নামে দুইজন মাদকসেবন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার এস আই বাবুল মিয়ার নেতৃত্বে পুলিশ উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর আশ্রয়ণ কেন্দ্র থেকে মাদক সেবনকারী আরিফ মিয়া ও ছত্তর মিয়াকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আটককৃত লক্ষীপুর গ্রামের চান্দ আলীর ছেলে আরিফ মিয়া ও আরাজ মিয়ার ছেলে ছত্তর মিয়াকে ১ বছর করে বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে দুইজনকেই ১০০ টাকা অর্থদন্ড করা হয়। কারাদণ্ডপ্রাপ্ত আরিফ মিয়া ও ছত্তর মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ইমরানুল হক ভূইয়া ভ্রাম্যমান আদালতের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের মাদক বিরোধী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।