দেশ ব্যাপী বি.এন.পি-জামায়াতের অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। বৃহস্পতিবার বিকালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও যুবলীগের অন্যতম নেতা এম.এম রাশেদুল হাসান মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন। জানা যায়, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজার নির্দেশে যুবলীগ নেতা এম.এম রাশেদুল হাসান রাশেদ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন।
মিছিলটি লোহাগড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পৌর আওয়ামী লীগ অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে। সমাবেশে যুবলীগ নেতা এম.এম রাশেদুল হাসান রাশেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে ঠিক সেই সময়ে বি.এন.পি-জামায়াতের নেতৃত্বে স্বাধীনতা বিরোধী অপশক্তিরা দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করছে। আমরা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ জানাই। লোহাগড়ার মাটি যুবলীগের ঘাটি। এখানে অপকর্ম করে পার পাওয়া যাবে না। দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা অংশ নেন।