বৈষম্য বিরোধী কোটা আন্দোলন ও চলমান কারফিউর প্রভাবে ইলিশের দাম বেড়ে গেছে চাঁদপুরে। দেশের বড় ইলিশ অবতরন কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাট। নৌ পথের লঞ্চে ও সড়কে ট্রাক- পিকআপে দক্ষিণাঞ্চল এবং নোয়াখালী-লক্ষ্মীপুর থেকে ব্যাপারিরা চাঁদপুরে বিক্রি করার জন্য প্রচুর ইলিশ এই ঘাটে নিয়ে আসেন। এখান যতই দিন যাচ্ছে এই অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি বাড়লেও মাছের সাইজ বড় হওয়ায় দাম না কমে বরং বেড়ে গেছে। প্রতি মণ ইলিশ বুধবার স্থানীয় আড়তে পাইকারি ৬৫ থেকে ৭০ হাজার টাকায় ক্রয়-বিক্রয় হতে দেখা যায়। মোকামে চালান করার জন্য ওইদিন প্রতিটির সাইজ এক কেজি ২০০-৩০০ গ্রাম ওজনের এই ঘাটের অধিকাংশ বড় ইলিশ কিনে নেন মৎস্য ব্যবসায়ি ও আড়তদার আনোয়ার গাজী। প্রতিটি ইলিশের পাইকারি দাম পরছে ১৮'শ থেকে দুই হাজার টাকা। অথচ এখন রুপালি ইলিশের ভরা মওসুম চলছে। এই সময় মাছের দাম কম থাকার কথা বরং কেজিতে ৫০০ টাকা বেড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, সাগরে মাছ ধরা শুরু হওয়ায় ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। কিন্তু মাছের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ দর দাম করে চলে যাচ্ছে। বেশি দামের চাঁদপুরের ইলিশ কুমিল্লা, ঢাকা, সিলেট চলে যাচ্ছে চালানী হয়ে। আড়তদাররা জানান, লোকাল নদীর মাছ খুবই কম। চাঁদপুর মাছঘাটে আসা সিহংভাগ ইলিশ সাগর সংলগ্ন নদী উপকূল এলাকার। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০ থেকে ২০০০ টাকায়। তাছাড়া ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১৩০০-১৪০০ টাকা এবং ছোট সাইজের ইলিশ ৮০০-৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে চাঁদপুর পদ্মা-মেঘনার লোকাল যেই ইলিশ তার চাইতে দক্ষিণাঞ্চলের ইলিশ কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকা কমে বিক্রি হচ্ছে। এদিকে ইলিশের দাম না কমায় হতাশ সাধারণ ক্রেতারা। তারা বলছেন, ইলিশের সিজনে দাম কমছে না ইলিশের। এত টাকা দাম দিয়ে ইলিশ কেনার সামর্থ অনেকেরই নেই। দাম কমলে সকল শ্রেণির মানুষ ইলিশের স্বাদ নেয়ার সুযোগ পাবে। শহরের মমিন পাড়া এলাকার বাসিন্দা আলম পলাশ বলেন, এ বছর শুরু থেকেই ইলিশের দাম অনেক বেশি। এক কেজি ও তার চাইতে বেশি ওজনের মাছ ১৭-১৮'শ টাকায় ছাড়া কেনা যাচ্ছে না। তাহলে মাছের দামটা কমবে কবে। চাঁদপুর জেলা মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. শবে বরাত বলেন, বর্তমানে ঘাটে প্রায় ৩০০-৩৫০ মণ ইলিশ আসছে। তবে দেশের চলমান পরিস্থিতিতে বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে না পারায় মাছের বিক্রি অনেকটাই কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ইলিশ ব্যবসায়ীরা। আশা করি মাছের আমদানি বাড়লে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে,দামও কমবে ইলিশের।