কোটাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ ও ২০ জুলাই পৃথক সংঘর্ষে ঢাকা ও গাজীপুরে শিক্ষার্থীসহ চাঁদপুর মতলবের তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে বলে নিহতদের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের বাবুল পাটোয়ারীর ছেলে মুদি ব্যবসায়ী রাব্বি পাটোয়ারী শাহবাগ এলাকায় ১৯ জুলাই শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে। নিহত রাব্বি ঢাকা শাহবাগ এলাকায় মুদি ও ঔষধের দোকানদারি করতেন।
এদিকে মতলব পৌরসভার বোয়ালিয়া গ্রামের মৃত দুলাল চন্দ্র দে পুত্র সুমন দে (৪৪) শনির আখড়া এলাকায় ২০ জুলাই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সুমন চন্দ্র দে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরীরত ছিলেন।
অপরদিকে, গাজীপুর মাইলস্টোন স্কুল এ- কলেজের দশম শ্রেণির মেধাবী ছাত্রী জান্নাতুল নাঈমা ২০ জুলাই শনিবার বিকাল ৫টার দিকে গাজীপুর মেইন রোডের পাশে বাড়ীর চতর্থ তলার বারান্দায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার পৈত্রিক বাড়ী মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দা গ্রামে। তার পিতা গোলাম মোস্তফা দেওয়ান মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারের একজন হোমিওপ্যাথি চিকিৎসক।
নিহতের পিতা গোলাম মোস্তফা জানান, আমি ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য ওখানে বাসা নিয়েছি। ঘটনার দিন, গোলাগুলির শব্দ পেয়ে আমার মেয়ে বারন্দায় গেলে সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়। আমার তিন সন্তানের মধ্যে মেয়েটাই অনেক ভালো ছাত্রী ছিল।