সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে চাঁদপুরেও অচলাবস্থা তৈরি হয়। ১৯ জুলাই বৃহস্পতিবার দিনে এবং রাতের বেলায় বিভিন্ন স্থানে তান্ডব চালানো হয়। পৃথক ঘটনায় হামলা ও ভাংচুর করা হয় চাঁদপুর জেলা আওয়ামী লীগ এবং জেলা বিএনপির কার্যালয়ে। পুড়িয়ে দেয়া হয়েছে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন মনিরা ভবনের নিচতলা। সেখানকার অন্যান্য স্থাপনাও ভাংচুর ও তছনছ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, ওইদিন সন্ধ্যার আগে বিরাট মিছিলসহকারে শহরের বিভিন্ন সড়কে জোড়ালো অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। পাশাপাশি শহরবাসীর নিরাপত্তায় সর্তক টহলে ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগের নেতাকর্মিরাও ছিলেন রাস্তায়।
আন্দোলনকারীদের একটি মিছিল শহরের শপথ চত্বরে আসার পর আন্দোলনকারীদের
মধ্য থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালানো হয়। এর আগে মিশন রোড এলাকার বঙ্গবন্ধু সড়কে জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের অফিসে হামলা ও ভাংচুর করা হয়। এ দুটি সহিংসতার ঘটনার উত্তেজনা দেখা দেয় স্থানীয় আওয়ামী লীগের মধ্যে।
জবাবে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে সন্ধ্যার পর আন্দোলনকারীদের ধাওয়া করে দখলে নিয়ে নেয় শহর এলাকা। এরপর ঘটে কয়েকটি হামলার ঘটনা। হটস্পটে পরিণত হয় বাসস্ট্যান্ডের ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে,মিশন রোড,হাসান আলী স্কুল মাঠ সংলগ্ন অঙ্গিকার পাদদেশের লেকের পাড় ও বাইতুল আমিন মসজিদের সামনে শপথ চত্বর,রেলওয়ে কোর্ট স্টেশন,গুয়াখোলা,জেএম সেনগুপ্ত সড়কসহ বেশ কিছু এলাকা।
চাঁদপুর শহরে ভাংচুর করা হয় জেলা বিএনপি কার্যালয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবন।
এছাড়া বিএনপি নেতা ইব্রাহিম কাজী জুয়েলের ব্যবসা প্রতিষ্ঠান ও জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের অফিস ও ছাত্র দলের প্রিন্সের দোকান ভাংচুর করা হয়। হামলা হয়েছে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের গুয়াখোলাস্থ বাসভবন। আগুনে পুড়িয়ে দেয় হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের মোটরসাইকেল।
পরে সহিংসতার পর চাঁদপুরসহ দেশে অনির্দিষ্টকালের জন্য দেয়া হয় কারফিউ।
পরিস্থিতি উন্নতি হতে থাকে।
চাঁদপুরে অনেকটাই শিথিলতার মধ্য চলছে কারফিউ। চাঁদপুরে এক প্লাটুন সেনা মোতায়েন করা হয়। কারফিউ চলাকালে এবং শিথিলের সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াসির আরাফাতসহ সঙ্গীয় ফোর্স আইন শৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় দায়িত্ব পালন করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে চাঁদপুর জেলা বিএনপির সভাপতির বাসভবনে হামলা ও আগুনের বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারলে তারা আরো বেশি প্রশংসীত হতো।
এদিকে পুলিশের কাজে বাধা,আক্রমণসহ বিভিন্ন অভিযোগে চাঁদপুর সদর মডেল থানায় পুলিশ বাদী হয়ে বিএনপি জামাতের ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেক একটি মামলা করেছে।এ মামলায় জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজীসহ ৬ জনকে আটক করা হয়।
এ ছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় তাদের দলের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে কোন অ়ভিযোগ দেয়া হয়নি বলে জানা যায়।
অপরদিকে, চাঁদপুরে কারফিউ চলমান থাকায় সেনা টহল অব্যাহত রয়েছে।
সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করে বাদ বাকী সময় কারফিউ চলবে।এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট একরামুল ছিদ্দিক।
এদিকে চাঁদপুর থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও লঞ্চঘাটে সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বেলা পৌণে বারোটায় বোগদাদিয়া- ১৩ ও দুপুর ১-২০ টায় আবে এ জমজম- ৭ লঞ্চ চাঁদপুর হতে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে বলে বিআইডব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাট টিআই মোঃ শাহআলম জানান।
দিনের অধিক সময় কারফিউ শিথিল থাকায় চাঁদপুরের জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক। সড়কে যান চলছে। দোকান পাট, মার্কেট বিপনি বিতান খোলা ও মিল ফ্যাক্টরি চালু রয়েছে।
আজ ২৬ জুলাই বৃহস্পতিবার থেকে ট্রেন চলাচলের সম্ভাবনা রয়েছে বলে জানান চাঁদপুর রেলওয়ে বড়স্টেশন মাষ্টার সোয়াইবুল সিকদার।