কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃস্টে মো. বদর মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুলাই ) দুপুরে উপজেলার আনুহা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মো. বদর মিয়া উপজেলার উত্তর মাধখলা গ্রামের মৃত আ.খালেক মাস্টারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, এদিন সকালে উপজেলার আনুহা গ্রামের দুলাল মিয়ার বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়েছিলেন বদর মিয়া। লাইন মেরামত ককলে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।