পঞ্চগড়ের বোদায় শাক সবজির দাম বর্তমান বাজারে ৫০ টাকার নিচে কোন সবজি মিলছে না। বর্তমান বাজারে আলু ৫৫/৬০ টাকা, পটল ৫০/৬০ টাকা, বেগুন ৫০/৫৫ টাকা, তরই(ঝিঙ্গা) ৫০/৬০ টাকা, কায়তা ৫০/৫৫ টাকা, সজি(কচু) ৬০/৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের মধ্যে কাঁচা মরিচ ও পেঁয়াজের বাজারের এমন ঝাঁজ বেড়েছে যে কাঁচা মরিচ ২০০ টাকা পেঁয়াজ ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। বুধবার বোদা বাজারে গিয়ে দেখা যায় এসব চিত্র। এ সময় কথা হয় দিনমজুর আশরাফুল ইসলামের সাথে, সে বলে আমরা স্বল্প আয়ের মানুষ। দাম বাড়ায় চরম বিপদে পড়েছি।
আরেক ক্রেতা মোজাম্মেল হক বলেন, বর্তমান বাজারে সব কিছুর সবজির দাম দ্বিগুণ হয়েছে এত আমরা মারাত্মত সমস্যায় পড়েছি। আয় বাড়েনি, কিন্তু খরচ বাড়ছে। এ বিষয়ে বোদা বাজারে ব্যবসায়ী ব্যবসায়ী বলেন, দাম বাড়ার কারণ হলো বাজারে শাক সবজির ঘাটতি দেখা দিয়েছে। বাজারে শাক-সবজির আমদানি কম ও চাহিদা বেড়ে যায় শাক সবজির দাম বৃদ্ধি পেয়েছে।