পঞ্চগড়ের বোদায় ভরা বর্ষায় দেশী মাছের অভাব দেখা দিয়েছে। বর্ষা কাল চললেও হাট বাজার গুলোতে দেশী প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে না। পোষা মাছগুলোর দাম বাজারে অনেক বেশি।
গরীর ও অসহায় মানুষগুলো মাছ খাওয়া হতে বঞ্চিত হচ্ছে বলে বোদা পৌর শহরের ভ্যান চালক আমিনুল ইসলাম এ প্রতিনিধিকে জানিয়েছে। চলতি বর্ষা মৌসুমের শুরুতে খাল বিল পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ দেখা গেলেও খরা অনাবৃষ্টি কারণে প্রায় সব মাছ নষ্ট হয়ে গেছে। কিছু খাল বিলে দেশীয় কিছু মাছ থাকলেও সেই মাছগুলো পুকুর ও খাল বিলের মালিকরা মেশিন নিয়ে পানি উত্তোলন করে মেরে ফেলেছে। আগে বর্ষা মৌসুমে স্থানীয় হাট বাজারগুলোতে প্রচুর পরিমাণে দেশীয় মাছ বিক্রি হতো।
বর্তমানে হাট বাজারগুলোতে দেশী মাছ পাওয়া যায় না। তাছাড়া খাল বিল ও পুকুরগুলোতে নিশিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ব্যবহার করে মা ও পোনা মাছগুলো মেরে ফেলছে। এ ব্যাপারে মৎস্য বিভাগের কোন তৎপরতা জন সাধারণের চোখে পড়ে না।