বাগেরহাটের চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী স.ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সকাল ১১টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিতলমারী ও প্রিজাইডিং অফিসার, মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়। ৯ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, স.ম. গোলাম সরোয়ার।
অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন, কাজী শহিদুল ইসলাম (বালু), মো: এনায়েত ফকির, সোহেল শেখ ও মো: শেখ আরিফ। সংরক্ষিত মহিলা সদস্য ও সংরক্ষিত শিক্ষিকা মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে, মানজেরা বেগম ও সাজেদা আলম। সাধারণ শিক্ষক সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে স্বপন কুমার মন্ডল ও মো: রবিউল ইসলাম।
কমিটি গঠন শেষে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাফর মো: আলমগীর হোসেন সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত কমিটির সকলকে শিক্ষার মান্নোয়ন সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আজমীর আলী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিক, বিদ্যালয়ের সদ্য ও বারবার নির্বাচিত সভাপতি স.ম. গোলাম সরোয়ার সহ উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ।