দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের ভেলয়া গ্রামের হেমেন চন্দ্র রায়ের পুত্র শ্রাবন চন্দ্র রায়ের সঙ্গে একই উপজেলার তরকন্দা গ্রামের রাখাল চন্দ্র রায়ের স্কুল পড়-য়া কন্যা শিবা রানী রায়ের প্রায় ৫/৬ মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক লোভী স্বামী শিবা রানী রায়কে যৌতুকের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ভাবে নির্যাতন করে।
প্রায় মাস খানেক পূর্বে গরিব অসহায় রাখাল চন্দ্র রায়ের মেয়ের সুখের জন্য যৌতুক হিসাবে জামাইকে ২ লক্ষ টাকা দেন। যৌতুক লোভী স্বামী খান্ত হয়নি ২ লক্ষ টাকা নিয়েও। স্বর্ণলংকার ও একটি মোটর সাইকেলের জন্য শিবা রানী রায়কে চাপ দিতে থাকে। স্বামীর নির্যাতনের চাপ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। মঙ্গলবার ২৩ জুলাই বিকাল আনুমানিক ৫ টার সময় নিজ শয়ন ঘরে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে তার স্বামী শ্রাবন চন্দ্র রায় ও এলাকাবাসী জানান। পরে শিবা রানী রায়ের স্বামী ও শশুর হেমেন চন্দ্র রায় কাহারোল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
অবস্থার বেগতিক দেখে লাশ ফেলে বাবা ও ছেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বুধবার সকালে শিবা রানী রায়ের মৃত দেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন কাহারোল থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল ইসলাম। কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।