শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করার ঘটনায় আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কার্যালয়ের ভিতরের আসবাবপত্র বের করে রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের মেইনরোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয় হামলা চালানো হয়। এ সময় তারা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র বাইরে নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বেবিস্ট্যান্ড-নিরালামোড় সড়কের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ বিক্ষোভ করে। এরআগে সকালে শহরের পুরাতন বাসস্ট্যন্ড, নিরালার মোড়, রেজিস্ট্রিপাড়া এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশও টিয়ার শেল নিক্ষেপ ও রাবার বুলেটের ছোঁড়া শুরু করে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এতে বন্ধ হয়ে যায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। টিয়ারশেল ও রাবার বুলেটের কারণে পুলিশ, সাংবাদিক ও আন্দোলনরত ৩০জন আহত হয়েছে। এদিকে শিক্ষার্থীরা শহরের নিরালামোড় ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ চালিয়ে যেতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিতে পুনরায় পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পরপর সাউন্ড গেনেড নিক্ষেপ করে। এছাড়াও রেজিস্ট্রিপাড়া, পুরাতন বাসস্ট্যান্ড, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ময়মনসিংহ রোডের সাবালিয়া, কুমুদিনী কলেজ গেট, ডিস্ট্রিক হেলিপ্যাড এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।