কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক। এ শ্লোগানে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নামে ছাত্ররা। সৈয়দপুর শহরের অদুরে বানিয়াপাড়া নামক স্থানে ট্রেন আটক করে ছাত্ররা। এতে চরম দুর্ভোগে পড়ে দুরের শতাধিক যাত্রী। এরপর ছাত্ররা পুরো সৈয়দপুর শহর নিয়ন্ত্রণে নেয়। আন্দোলনরত ছাত্ররা উত্তেজিত হয়ে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়। তারপর ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। এ সময় প্রায় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। ফলে আরও বেশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয়ের সংঘর্ষে ১০ জন পুলিশ সদস্য আহত হন। সাথে আহত হয় ৪০ জনের মত ছাত্র। তারা উভয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শাহা আলম জানান, উত্তেজিত ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ১০ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে রয়েছে।