পুঠিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান এবং তার স্বামী মিলে মারামারি করায় থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগ দেওয়ার পর হতে বাদীকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। জানা গেছে, মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান এবং তার স্বামী ওহিদুর রহমান শিলমাড়িয়ার পচামাড়িয়ায় বুধবার দুপুরে জমি নিয়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। ভাইস চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে আর তার স্বামী ওহিদুর রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করেছে। প্রকাশ্যে মারধর করা হলেও কেউ প্রতিবাদ করেননি। কারণ ভাইস চেয়ারম্যানের ভয়ে। বুধবার দুপুরে চেয়ারম্যান এবং তার স্বামী বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। রফিকুল ইসলাম বলেন, আমি বর্তমানে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছি। আমাকে অতিরিক্ত মারপিট করা হয়েছে। রফিকুলের স্ত্রী বলেন, একজন জনপ্রতিনিধি নিজে দাঁড়িয়ে থেকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে আমি এর সঠিক বিচার চাই। আমার পরিবারকে প্রতিনিয়ত উচ্ছেদ করার এবং জীবন নাশের হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান বলেন, জমিজমা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। আমি কোনো খারাপ ভাষায় কথা বলিনি। বরং তারা আমাদের গালিগালাজ করেছেন। আমাদের জমিতে থাকা একটি গাছ কেটে ফেলেছেন। এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ সাইদুর রহমান বলেন, আমি অভিযোগ পাওয়ার পর থানার একজন অফিসারকে তদন্ত করার দায়িত্ব দিয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।