সারাদেশে বিএনপি-জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল বিকেল পাঁচটায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাড়ীর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিলটি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে সন্ত্রাস বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান অমি গাজী বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা আন্দোলন বিতর্কিত করতে বিএনপি জামায়াত চক্র কৌশলে আন্দোলনে প্রবেশ করে সারাদেশে নৈরাজ্য চালিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করে সাধারণ শিক্ষার্থীদের কে ক্ষেপিয়ে তুলে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমেছে। তাই তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে কলাপাড়া উপজেলা ছাত্রলীগ মাঠে থাকবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন। একইসাথে ছাত্রলীগ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।