চলমান কোটা আন্দোলনের অংশ হিসেবে এবং বৈষম্যমূলক কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে চৌরাস্তা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তেঁতুলিয়া পঞ্চগড় মহাসড়কের তেঁতুল তলায় সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জাহিদ হাসান, মোছা. আফছানা ও তেঁতুলিয়া সরকারি কলেজের আবু সহিদ এবং কোচিং সেন্টারের শিক্ষক হাবিবুর রহমান। এ ছাড়া একই দাবীতে তেঁতুলিয়ার ভজনপুর বাজারে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যায়।
এসময় যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সূজয় কুমার রায় এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আরমান আলী সহ একদল পুলিশ চৌরাস্তা বাজারের বটতলী মোড়ে অবস্থান করতে দেখা গেছে।