নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ বক্সে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনশ’ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম। মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এয়ারপোর্ট থানার ওসি মাসুদ আলম জানান, মহানগর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি ভাবে দেশীয় অস্ত্র নিয়ে দাঙ্গা করাসহ পুলিশের সরকারি কাজে বাঁধা, হামলা, মারধর ও ক্ষতিসাধন করার অভিযোগ আনা হয়েছে। ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে শিক্ষার্থী মোহাম্মদ আবুল কালাম শামসুদ্দিন মুন্না, সাইফুল ইসলাম হাওলাদার ও ওবায়দুল ইসলাম উজ্জলকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বিকেলে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল জালাল আহম্মদ শরীফ পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় কমপক্ষে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পিছু হটেছে পুলিশ ॥ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পিছু হটেছে পুলিশ। তবে এর আগে পুলিশের ছোঁড়া টিয়ারসেল ও রাবার বুলেটে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ। তিনি বলেন, আহত শিক্ষার্থীদেও শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা কর্মসূচি পালনের জন্য ক্যাম্পাসে অবস্থান করছিলাম। তখন বিনা উস্কানিতে পুলিশ ও র্যাব সদস্যরা শিক্ষার্থীদের ওপর টিয়ার সেল ও গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি আরও বলেন, যত কিছুই হোক, শিক্ষার্থীরা কোনোভাবেই আন্দোলন থেকে সরে যাবে না। র্যাব-পুলিশের সদস্যরা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে ক্যাম্পাসের সামনে থেকে সরে গেছে বলেও তিনি উল্লেখ করেন।
অপরদিকে শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থানের কিছুক্ষণ পর খয়রাবাদ সেতুর প্রান্তে আটকে পড়া র্যাব, পুলিশ ও আর্মড ব্যাটেলিয়ানের পুলিশ সদস্যরা নগরমুখী হতে চাইলে শিক্ষার্থীরা তাদের বাঁধা প্রদান করে। পরে ভুল স্বীকার করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে তাদের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু পর্যন্ত এগিয়ে দেয়।
বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল বলেন, মহাসড়ক অবরোধের ফলে দক্ষিণাঞ্চলের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পরেছেন। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দুর্ভোগ লাগবের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।