কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে বরিশাল বিশ^বিদ্যালয়সহ বিভিন্নস্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে কম প্লিট শাটডাউন কর্মসূচি পালনকালে বিজিবি, র্যাব ও পুলিশের সাথে বরিশাল বিশ^বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিজিবি ও পুলিশ সদস্যরা প্রায় ৫০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপসহ রাবার বুলেট ছুঁড়েছে।
অপরদিকে নগরীর সিএন্ডবি সড়কে মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে সড়কে লাইটপোস্ট ফেলে ও আগুন জ¦ালিয়ে সড়ক অবরোধ করে কোটা বিরোধী শ্লোগান দিয়েছে। একই সময় জিলা স্কুলের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর সিএন্ডবি সড়কের টিটিসির সামনে শিক্ষার্থীদের সাথে লাইটপোস্ট ফেলে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের সদস্যরা।
বেলা একটার দিকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ও মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস আহমেদ মান্নার নেতৃত্বে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে মহড়া দিয়ে সড়ক অবরোধকারীদের ধাওয়া করে সরিয়ে দেয়া হয়।
এছাড়া বিকেলে নগরীর সদররোডে ইসলামি ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সমর্থনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বেলা সোয়া একটার দিকে বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করার খবর পেয়ে বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সমন্বয়ে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধে বাঁধা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল, রাবার বুলেট ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করা হয়। পরবর্তীতে পুনরায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে।