পাবনার সাঁথিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার (১৮জুলাই) উপজেলা পরিষদ চত্বরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে স্থানীয় কৃষক কর্তৃক জৈবিক পদ্ধতিতে উৎপাদিত “অর্গানিক সবজি বাজার” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল রানা খোকন,ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন প্রামানিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সঞ্জীব কুমার গোস্বামী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ আল সাদী, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, সহ-সভাপতি জালাল উদ্দিন, সহ-সম্পাদক তাইজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কৃষক ও সুধীজন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সঞ্জীব কুমার গোস্বামী জানান, রাসায়নিক সার ও কীটনাশক ব্যতিত জৈবসার ও জৈব বালাইনাশক ব্যবহার করে পরিবেশ বান্ধব পদ্ধতিতে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের দ্বারা নিরাপদ সবজি উৎপাদন করা হচ্ছে এবং কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এখানে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকেরা বিষমুক্ত ও নিরাপদ সবজি বিক্রি করবেন।