কোটাবিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ। ক্রমেই তা ছড়িয়ে পড়েছে জেলা উপজেলা শহরেও। সরকারি চাকুরিতে প্রচলিত কোটা প্রথার বিরুদ্ধে বৃহস্পতিবার কুমিল্লার হোমনায় আন্দোলন করেছে সাধারণ ছাত্ররা।
বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা সকাল থেকে হোমনা ডিগ্রি কলেজে জড়ো হতে থাকে। এরপর বেলা এগারোটার দিকে সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী ‘মেধা না কোটা’- মেধা মেধা’ -শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলন করতে থাকে। তারা উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হোমনা-ঢাকা সড়কের বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ ও সমাবেশ করে। বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে দুপুর পর্যন্ত সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে কিছু কিছু সিএনজি অটোরিকশা চলাচল করলেও ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। পরে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী ছাত্রদের শান্ত থাকার পরামর্শ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সমাবেশ থেকে ছাত্ররা কোটবিরোধী আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজও (শুক্রবার) তাদের অনুরূপ কর্মসূচি পালিত হবে। সমাবেশে বক্তব্য রাখেন মো. মজিবুর রহমান, মো. মনিরুজ্জামান, সালে মুছা, মো. সেলিম ও মো. ফেরদৌস প্রমুখ। এদিকে ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, ‘আমি যাওয়ার আগেই তাদের মতো করে তারা আন্দোলন শেষ করে চলে গেছে। ঢাকা হোমনা রুটে যখন গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছিল তখন তাদের বলেছিলাম যে, কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি করা যাবে না।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, আন্দোলনকারী ছাত্রদের বুঝিয়ে বলার পর তারা তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই শেষ করে চলে গেছে। পুনরায় আগামীকাল শুক্রবার সকাল দশটায় তাদের অনুরূপ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।