রংপুরের পীরগাছায় বিল পরিশোধ করার পরও সংযোগ বিচ্ছিন্ন ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানসহ ১০ জনের নামে হয়রানি মূলক মামলা দায়ের করার ঘটনায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জিএম ও পীরগাছা জোনাল অফিসের ডিজিএম এর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কয়েক শতাধিক সাধারন মানুষ ও জাতীয় পাটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের নিকট স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা। মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, আমিনুল ইসলাম রনজু, সামছুদ্দোহা চঞ্চল, আবদুল লতিফ সরকার, সিরাজুল ইসলাম, শাহ মো: রনজু মিয়াসহ অনেকে। এ সময় আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন করার ঘোষনা দেয়া হয়।
জানা গেছে, সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম শাহ মিজানুর রহমানের নামে বিদ্যুৎ সংযোগ রয়েছে। সেই সংযোগের বিল পরিশোধ করার পরও পীরগাছা জোনাল অফিসের লোকজন সেই সংযোগ বিচ্ছিন্ন করে। এরপর নিয়ম মাফিক পূন:সংযোগের আবেদন করার পর ৮দিনেও সংযোগ দেয়া হয়নি ওই বাড়িতে। বিষয়টি নিয়ে গত সোমবার বিকেলে ২/৩ জন ব্যক্তি ডিজিএম নুরুল সামছুল হুদা ও তার স্ত্রী মোছা: জহুরা জেসমিনকে সংযোগটি দেখাতে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানের বাড়িতে নিয়ে যান। এ নিয়ে গত মঙ্গলবার ডিজিএমও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানসহ ১০ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় দুজন বিশ^বিদ্যালয় ছাত্র, একজন ইউপি সদস্যসহ কয়েকজন নিরীহ গ্রামবাসীকে আসামি করা হয়।
স্থানীয় গ্রামবাসী ফাতেমা লাইলী বলেন, যারা ঘটনার সময় ছিল না, তাদের নামেও মামলা দেয়া হয়েছে। আমিনুল ইসলাম রনজু নামে একজন বলেন, ডিজিএম ক্ষমতার অপব্যবহার করে পীরগাছাবাসীকে হয়রানী করছে। শত শত গ্রাহক প্রতিদিন তার কাছে হয়রানীর শিকার হচ্ছেন। তিনি সম্প্রতি পীরগাছার কয়েকটি ইউনিয়ন পরিষদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। পরে আবার মোটা অংকের টাকা নিয়ে সংযোগ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার নুরুল সামছুল হুদা বলেন, তারা আমার সাথে অন্যায় করেছে, তাই মামলা দিয়েছি। পূন:সংযোগের ৮ দিনের সংযোগ না লাগানোর বিষয়ে তিনি বলেন, সেজন্য তারা আমাকে নিয়ে যেতে পারেনা।
এদিকে গতকাল বৃহম্পতিবার দুপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমানসহ ১০ জন আদালত থেকে জামিন নিয়ে পীরগাছায় আসলে জাতীয় পাটির নেতাকর্মীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।