মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কোটা আন্দোলনকারীরা।এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল হক টিটুর মালিকানাধীন হাসপাতাল ও শপিং কমপ্লেক্সে ভাংচুর চালিয়েছে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে ৬ জনের নাম জানা গেছে। তারা হলো, নাসির (১৮), লিমন (১৯), রাহিম (১৯), নাফিজ (২০), হৃদয় (১৮), সাকিল (২২)।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় হামদর্দ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অবরোধে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা মহাসড়ক থেকে সরে গেলেও মহাসড়কের আশপাশে বিভিন্ন দোকানপাট ও সংযোগ সড়কে অবস্থা নিয়ে স্লোগান দিতে থাকে। পরবর্তীতে দুপুর সাড়ে বারোটার দিকে তারা জামালদী এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল হক টিটুর মালিকানাধীন শুকরিয়া ডায়াগনেস্টিক সেন্টার এ- হসপিটাল এবং শুকরিয়া শপিং কমপ্লেক্সে হামলা চালায়। এ সময় তারা ইট পাটকেলে ছুড়ে প্রতিষ্ঠান দুটির বাহিরের গ্লাস ভাংচুর করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
গজারিয়া উপজেলা বৈষম্য বিরোধী ছাএ সমাজের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে হামদর্দ বিশ্ববিদ্যালয়, গজারিয়া সরকারি কলেজ, গজারিয়া কলিম উল্লাহ কলেজ, জিস্ট পলিটেকনিক ইনিস্টিটিউট-সহ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, যতদিন না পর্যন্ত কোটা পদ্ধতি সংস্কার করা হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় তারা সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও তাদের উপর হামলার ঘটনায় দোষীদের বিচার দাবি করেন। বিষয়টি সম্পর্কে ক্ষতিগ্রস্ত মার্কেট মালিক উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভেতর বিএনপি-জামাতের নেতাকর্মীরা ঢুকে আমার হাসপাতাল ও শপিং কমপ্লেক্সে হামলা চালিয়েছে। এ ঘটনায় হাসপাতালটির ৩ কর্মচারী আহত হয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে জটিকা মিছিল বের করেছিল। আমরা সাথে সাথে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিয়েছি। পরবর্তীতে কিছু বিক্ষুব্ধ লোকজন একটি হাসপাতাল ও শপিং কমপ্লেক্সে ভাংচুর চালিয়য়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।