কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পথচারীসহ অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে সাভার বাসস্ট্যান্ডে, পাখিজার মোড় ও রেডিও কলোনি ও স্মরণীকা এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ঢাকা-আরিচা মহাসড়কে পাকিজা এলাকা অবরোধ করা হয়। পরে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এসে বাধা দেয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে শিক্ষার্থীরা সাভারের বাজার রোডের মাথায়, স্মরণিকা ও রেড়িও কলোনি এলাকায় অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য গুলি করে পুলিশ। এতে অন্তত ৫ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।